আমার-তোমার
     সুদীপ সিনহা।
জীবন কোথায় জীবন্ত এই দেহে,
শান্তি কোথায়,শীতল ছায়ার গেহে।
আমি কোথায়,আমার বিপুল কায়ায়,
আঁধার কোথায়,আলোয় নাকি ছায়ায়।


আলো বলেই আঁধার,নাকি আঁধার বলেই আলো,
ভালো বলেই মন্দ,নাকি মন্দ বলেই ভালো।
আঁধার নাহি হলে, চাঁদ আলো রাখতো কোথা,
কালো নরম বলেই, এত ,আলোর প্রখরতা।


উদাস বাউল জানে,সে উদাস বলেই গায়,
বিচক্ষনেও জানে,সে সব হারাবে হায়।
সব হারানোর মানে, অনেক রকম হয়,
বুদ্ধিমান যে আছে,বুঝিবে নিশ্চয়।


কেন আমার আমার, দ্বন্দ্ব ,বিবাদ,দ্বেষ,
গতি,এতো-থামার,বাড়বে শুধুই ক্লেশ।
কমবে শুধুই আয়ু,
বিষিয়ে যাবে বায়ু।


কমবে নিজের দাম,
মুছবে সকল নাম।
কেবল তোমার কাজ,
তুলবে যে আওয়াজ।
রাধামনি।।20/02/20