আম-পান
     সুদীপ সিনহা
আয় বৃষ্টি ঝেঁপে,--
ধান দেব মেপে,--
বৃষ্টি এলো ঝেঁপে,--
কিন্তু, বুকটা উঠলো কেঁপে।


জল থই থই মাঠ ঘাট,
ডুবলো জানলা,চৌকাঠ।
ভেসে গেল হায় ,সব ধান,
উঠলো যে ঝড়,আম-পান।


সন সন সন,ঝন ঝন ঝন,
জানলা সারসি নড়ে।
ঝড়ের দাপটে বুকের কাঁপন,
ধপাধপ গাছ পড়ে।


আম পান করে, জাম জামরুল,
শেষ করে দিলে ছুঁড়ে।
ইয়া বড় বড়,তাল নারকেলে,
মাথা দিলে,ভেঙে মুড়ে।


ওই পড়ে গেল,বাড়ির দেওয়াল,
ওই উড়ে গেল চাল।
কার গোয়ালের গরু মরে গেল,
ভাঙলো কার কপাল।


পুকুরের মাছ,পুকুরে মরলো,
কুকুর খুঁজছে ঠাঁই।
বাগান বরোজ শ্মশান হয়েছে,
কারো পাশে কেউ নাই।


কান্না কান্না আকাশ ছাপিয়ে,
বাতাস ছাপিয়ে ঝড়।
গগনের কোলে,কালো ঘনঘটা,
বজ্র কড়র - কড়।


পথ ঘাট সব বন্ধ করে,
গৃহহীন করে লোকে।
অনেক রাত্রে ঝড় গেল সরে,
মানুষ ঘুমোক শোকে।
14/07/20