আনন্দ
  সুদীপ সিনহা
আনন্দ নাড়া দিয়ে যায় আমাদের,
প্রতি মুহুর্তে ,আমরা আনন্দ খুঁজি,আনন্দ করি।
আনন্দের কথা ভাবি,আনন্দে মেতে থাকি।
আনন্দ আমাদের, চালায়,হাসায়,কাঁদায়।
আমরা আনন্দের জন্য বাঁচি,
আনন্দের জন্য, মৃত্যুর মুখ থেকে আসি ফিরে।
এই আনন্দ আমাদের ,বাঁচা,বেড়ে ওঠার অনুপ্রেরণা,উপকরণ।
আনন্দে মেতে আত্মহারা হই সবাই।
আনন্দ বাড়ে ,আনন্দ দেওয়ায়,
আনন্দ ছিনিয়ে যে আনন্দ,তা বিকৃত,
সে আনন্দ,আনন্দ নয়,আত্মহত্যা।
আত্মহারা নয় সে সুখে,
যেখানে, চোখের জল সে ঝরা।
অভিশাপ কত,নেবে ও বুকে,
সে আনন্দে আর ছুটোনা ত্বরা।
নন্দকুমার।।20/06/19