বসন্ত উৎসব
        সুদীপ সিনহা।
আজি বসন্ত জাগ্রত দ্বারে,
ফাল্গুনী রূপ উপহারে।
অবিরে অবিরে আজি রাঙা চারিধার,
আনন্দ শিহরনে,সুখ সমাহার।


নৃত্যের অঙ্গনে,রঙের গুলাল,
শ্রীরাধিকা সনে নাচে ,নন্দ দুলাল।
ষোড়শ গোপীনি খেলে, রঙের হোরি,
বংশী বদনে ধরি,খেলে মুরারী।


পিচকারী অঙ্গেতে, রাঙা হলো আজ,
অঙ্গেতে পুষ্পের, মধু কারুকাজ।
চারু ঘন কেশরাজি,ফুলে ফুলে শোভা,
মরি মরি,মনোরম ,একি মনোলোভা।


অধরে অধরে হাসি,আনন্দ সঙ্গীতে,
উপবন উচ্ছলে নৃত্যের ভঙ্গিতে।
এমন দিনে সখী,এসো না নৃত্য গীতে,
রঙে রঙে রাঙা হও,আনন্দ ঘন চিতে।
হলদিয়া।।07/03/20