ভগিনী নিবেদিতা
    সুদীপ সিনহা
বঙ্গজননী,সন্ন্যাসিনী ভগিনী নিবেদিতা,
নিবেদিত প্রাণ,সেবার লাগি,সকলের তুমি মিতা।
এলিজাবেথ মার্গারেট নোবেল পূর্ব নাম,
সন্ন্যাসিনী তুমি যে ভগিনী তোমায় প্রণাম।
সেবার মহান ধর্ম,আচরিলে ওগো তুমি,
ভারতবর্ষে করিলে তোমার নিজ কর্মভূমি।
বিবেক বাণী অন্ত্রে তব, দিলে যে মহৎ দান।
সেবার মন্ত্রে,হৃদয় তন্ত্রে,বেঁধে দিলে সুরতান।
শিক্ষা প্রসারে,নারীদের হাত,শক্ত করিলে যথা,
রবীন্দ্রনাথ প্রশংসিত,তুমি ওগো লোকমাতা।
সংস্কৃতি চিত্রকলায়,কর্মযোগের হোতা,
প্রনমি প্রনমি ,প্রনমি তোমায়,ভগিনী নিবেদিতা।
হলদিয়া।13/03/20