বৃষ্টি এল বৃষ্টি এল
সুদীপ সিনহা
বৃষ্টি এল বৃষ্টি এলো
আষাঢ় মেঘে বর্ষা রানীর
মুখটি কাল,
আনন্দেতে কালো বরণ
চোখ দুখানি ছলছল।
আপন মনে তুফান দিয়ে
মন ভরাল।
কালো বরণ চুলের গোছা
এলোমেলো।
বর্ষা দিনে আমার ভারী
মন ভরালো।
ঝম ঝম ঝম ঝমঝমালো।
হাতে তাহার কাঁকন চুড়ি
কনক আলোয় তীব্র ভাবে
ঝকমকালো।
আমি কবি একাই তোমায়
বাসছি ভালো?
ওই যে দেখি প্রেমিক প্রবর
লিখছে চিঠি।
গোপন প্রেমের নরম আলো
মিঠি মিঠি।
দূরের থেকে পিয়ার চোখে
লাগিয়ে দিলো।
দুরপানে ওই কোন গাছেতে
পাখ পাখালি ছটপটালো।
প্লাটফ্রমেতে দাঁড়িয়ে থেকে
দেখছি ভালো।
অফিস থেকে বেরিয়ে দেখি
আঁধার কালো।
বিজলি বাতি ঝড়ের রোষে
বন্ধ হলো।
একে একে কত যে সব
ট্রেন যে গেলো।
কত জন যে ভিজে ভিজেই
ঘরের পানে পা বাড়ালো।
আমি এক দাঁড়িয়ে লিখি
আপন মনে।
বর্ষা রানীর গোপন বাণী
দৃষ্টি হানে।
কত কথা কান্না হাসি
টাটকা কিছু কিছু বাসি।
হটাৎ হটাৎ ট্রেন এর শব্দে
চমক হানে।
তাকিয়ে দেখি বৃষ্টি রানীর
কান্না বুঝি এইতো থামে।
একসময়ে থামলো কান্না
থামলো নাচন।
ঠান্ডা হলো বুকের জ্বালা,
অনেক জমা দুঃখ বচন।
-------শিবরামনগর----22.07.17