বুঝলাম না আমি
      সুদীপ সিনহা।


মন্দ ভালো সাদা কালো,
এইতো আমার জীবন।
সন্ধে সকাল,আঁধার আলো,
এতেই ভরা ভুবন।


সহজ কথা ঘুরিয়ে বলা,
ঘোরানো কথা সোজা।
জীবন নদীর ছলাকলা,
কঠিন কিন্তু বোঝা।


আমার সুখের জন্যে আমি,
ভাঙি ,গড়ি ,সাজাই।
হিসেব করি কোনটা দামি,
সরিয়ে রাখি বাছাই।


আমার সুখেই জড়িয়ে ধরি,
আমার সুখেই ছাড়ি।
আমার সুখেই ,আদর করি,
কিংবা মাথায় বাড়ি।


সব কিছুটাই আমায় ঘিরে,
আসল কিংবা নকল।
সব বিষয়েই ফিরে ফিরে,
চাই যে আমার দখল।


আমি যেসব যুক্তি দেখাই,
সেইটা হল সত্যি।
আমি কিন্তু সব সেরা তাই,
দোষ নাই ,এক রত্তি।


ওরা যারা এগিয়ে চলে,
সবই নকল শর্তে।
ওরা সফল,কেবল ছলে,
মিথ্যের মোহ গর্তে।


এইতো আমি দিব্বি থাকি,
পরের নিয়ে মশগুল।
কে কি করে,কার কি ফাঁকি,
সুযোগ পেলেই দিই গুল।


কর্ম করি,আফিসে যাই,
কিংবা করি বিজনেস।
রাজনীতিতে পয়সা হাতাই,
লাইফে- ফুল সাকসেস।


পয়সা ছাড়া ,আছেই টা কি,
ব্যাংক ব্যালান্স টা, সব ভাই।
মায়া ,মমতা সবই ফাঁকি,
প্যান প্যানানি,দূর ছাই।


সময় কোথায় ,ওসব ভাবার,
লাইফ এখন এক্সপ্রেস।
এখন প্লানিং টুরে যাবার,
কার- ইয়েমাইয়ে সব শেষ।


কান্ত হয়ে ,ফিরি ঘরে,
সিগারেট আর মদ্যে।
বুক ফুলিয়ে ,অহংকারে,
চেঁচাই মধ্যে মধ্যে।


ঘুমিয়ে পড়ি,নিজের কাছে,
বেডটা অনেক দামী।
জীবন অর্থ, কি যে আছে,
বুঝলাম না কেন আমি।


রাধামনি।।12/03/19