বুঝতে পারিনি
    সুদীপ সিনহা।
বুঝতে পারিনি তোমায় কখনো,
বুঝতে পারিনি আমি।
কোন কথা কত সাজানো গোছানো,
কোনগুলো কত দামী।
অনেক ভেবেছি তোমায় নিয়ে,
কিসে তুমি ভালো থাকো।
চলা ঠিক হবে কোন পথ দিয়ে,
কোনগুলো হবে নাকো।
মন তো পাইনি,সরেও যাইনি,
কেন তবু একা একা।
দুঃস্বপ্নেরা লেখা পাঠায়নি,
বিচ্ছেদ দিয়ে আঁকা।
হয়তো এরূপ,অসম মনের,
বিষম মিলন লেখে।
কত সুখ আছে ,কত ধরনের,
ক'জন,ফেলেছে এঁকে।


দূরে ঠেলে দাও,আর নাহি চাও,
তবু কি সে ,ভালোবাসা।
পর করে দিয়ে বার্তা পাঠাও,
নব মিলনের আশা।
পায়ে পড়ে থাকি,প্রেমের আকুতি,
নাই পাই কোনো কিছু।
ওগো প্রেম দেবী, তোমায় মিনতি,
পদতলে রব নীচু।
প্রেমের জন্য মরে যাব সুখে,
কোনো দিনও যদি বোঝ।
আমার প্রেমের সুখ ও অসুখে,
আলো হয়ে তুমি খোঁজ।


নিমতউড়ি।।03/04/19