ছন্দ
সুদীপ সিনহা
ছন্দ নিয়ে শুরু জীবন
ছন্দ নিয়ে চলা।
ছন্দ নিয়ে আসছে মরন
ছন্দে কথা মালা।
ছন্দ নিয়ে ছুটছে ঘড়ি,
ছন্দ সময় নিয়ে।
ঘুমের থেকে জাগরণী
ছন্দে গেঁথে গিয়ে।
ছন্দ নিয়ে গানের ছোটা
সুর ও ছন্দে মেতে।
ছন্দ নিয়ে তার সপ্তক
সুর ও লহরিতে।
ছন্দ নিয়ে বইছে নদী
ছন্দ নিয়ে সাগর।
ছন্দে বুকের শোণিতধারা
ছন্দে রত্ন আকর।
ছন্দ নিয়ে বাইছে দাঁড়ি
ছন্দে গাইছে মাঝি।
ছন্দ নিয়েই মাঝদরিয়ায়
ইলিশ জলের কাছি।
ছন্দ নিয়ে উড়ছে পাখি
ছন্দে পিঁপড়ে চলে।
ছন্দ নিয়েই মাছের চলা
গভীর সাগর জালে।
ছন্দ নিয়ে ফুলের ফোটা
ছন্দে ভ্রমর আসে।
ছন্দ নিয়েই প্রজাপতি
বসলো মেয়ের পাশে।
ছন্দে বাজল বিয়ের সানাই
ছন্দে বাজলো উলু।
ছন্দে আবার হানিমুনে
যাচ্ছে হনুলুলু।
দুরদেশী সেই রাখাল ছেলে
ছন্দে গেয়েছিল,
আমার বাটে বটের ছায়ায়
খেলা খেলেছিল।
কি গান সে গাইলো তখন
কি সুর যে তানে,
তোমরা হয়তো আভাস পেলে
এ মন নাহি জানে।
গান ফুরালে সুধাই তারে
কি দিব যে আনি।
সে শুধু কয় আর কিছু নয়
গলার মালাখানি।
দিই যদি তায় কি দাম পাবো
এই ভাবনা ভেবে,
কবি দেখে রাখাল ছেলে
বাঁশি গেছে রেখে।
এমনি করে কত ছন্দ
রবি কবির গানে।
কত ছন্দ নজরুল তার
আবৃত্তির তানে।
কত ছন্দ জীবন গাথার
কল্প কথার ছাঁদে।
ছন্দ নিয়ে জীবন মধুর
বঁধুর প্রেমের ফাঁদে।
ছন্দ নিয়ে মরন ভালো
এমন প্রেমের জালে।
ভালোবাসি ভালোবাসি
ছন্দে সুরে তালে।29.07.17
-----//শিবরাম নগর---///---