ছন্দ হাসে


      সুদীপ সিনহা
ছন্দ আসে বন্ধ ঘরে
একলা বসে আনমনা।
ছন্দ আসে চুপটি করে
বন্ধ আগল মানবনা।


ছন্দ আসে বন্দি হয়ে
কাজের যত ঝঞ্ঝাটে।
ছন্দ আসে ব্যাকুল বয়ে,
আজগুবি আর পাগলাটে।


ছন্দ আসে খোলা হওয়ায়,
পুবের দিকে জানলাতে।
ছন্দ আসে চাঁদের ছায়ায়,
শিশির ভেজা জোছনাতে।


ছন্দ আসে মাঝির নায়ে,
আদুল গায়ে,নাও জুড়ে।
ছন্দ আসে, দোদুল বায়ে,
শীতের মিঠে রোদ্দুরে।


ছন্দ আসে ভোরের আলোয়,
মৌমাছিদের গুঞ্জনে।
ছন্দ আসে মন্দ ভালোয়,
সকাল সকাল রন্ধনে।


ছন্দ আসে পাখির ডাকে,
ছন্দ শিশুর পাঠশালে।
ছন্দ আসে পথের বাঁকে,
ছোট্ট নদীর ডুব জলে।


পানসি চড়ে এপার ওপার,
মাছ ধরা আর খুনসুটি।
দুটি পারের সব একাকার,
স্বপ্ন পুরীর লক্ষী টি।


ছন্দ আমার জীবন ধারা,
মায়ের হাসি,বাপের টান।
এই পৃথিবী ছন্দ ভরা,
ছন্দ নিয়েই পূর্ন প্রাণ।


      রাধামনী 10/07/18