আরও ভালো
          সুদীপ সিনহা
ভালো, আরো ভালো হোক
আলো, আরো আলো।
সুস্থ ,আরো সবল হোক
আকাশ ঝলোমলো ।
জীবন, আরো নুতন হোক
পরান, আরো গভীর।
জগৎ, জুড়ে চেতনা হোক
উঠুক, যারা স্থবির।
বাসনা, আরো পবিত্র হোক
চেতনা ,আরো সৎ।
জগতের, সব নারীরা হোক
আমার, মাতৃ বৎ।
জগতের, যত সম্পর্কে
ভীষণ, থাকুক জোর।
যেমন করে, পাখির ডাকে
হাসে, নতুন ভোর।
যেমন করে ডাকে পাখি
মুক্ত খোলা মনে।
তেমনি করে, আলাপ যেন
চলে সযতনে।
উচ্চ নীচের ,ভেদাভেদ যাক
সাম্য ,বিরাজ করুক।
সমাজের যাহা ,কুটিল জটিল
মিথ্যে ,পুড়ে মরুক।
এগিয়ে চলার, স্বপ্ন আঁকো
অনেক ইচ্ছে জোরে।
এগিয়ে চলো, ভেতর থেকে
পেছন থেকে ঘুরে।
বুকের মধ্যে, অথৈ জোয়ার
বুকের মধ্যে ,আগুন।
লড়াই করে ,জাগতে হবে
লড়াই করে জাগুন।
মনে রাখো, গীতার বাণী
একটি দিকেই চলো।
বহু শাখাহী, অনন্তসশ্চ
বুকের ভিতর বলো।
ঢালো তোমার, উজাড় করি
ঢালো, সবচে সেরা।
তোমার মুকুট, আছেই আছে
হিরে, মানিক ঘেরা।
সবার শিরে, থাকবে তুমি
সবার ,ভালোবাসায়।
সবার জন্য, ভাববে তুমি,
সবার সকল আশায়।
রাতারাতি ,স্বর্গ তো নয়
মর্গ পেতে পারো।
রাতারাতি ,সাফল্য ধন
আসেনি যে  কারো।
ভুলের ওপর, সফর করো
ভুলেই তো, নয় শেষ।
ভুলের কঠিন, অভিজ্ঞতায়
সাফল্য অবশেষ।
অধ্যবসায়, অধ্যাবসায়
অনেক ,অনেক খুব।
বুকের গভীর, ভালোবাসায়
অভ্যাসে দাও ডুব।
হাসি ঠাট্টার ,জীবন তো নয়
সংগ্রামে হও স্থির।
হাসি ঠাট্টায়, গাট্টা খেলে
কান্নাতে অস্থির।
কেউ বা খোঁজে টকে ঝালে
মসলাদারি জীবন।
আরাম আর অলসতায়
ভালোবাসার লবন।
এমনি করে কাটে জীবন
কাটিয়ে দেওয়া ঠেলে।
ঠেলতে ঠেলতে, মরণ তোমার
আসছে অবহেলে।
কেন এমন জীবন তোমার
কেন এমন দশা।
কেন এমন পিছিয়ে থাকা
কেন পেছন ঘষা।
ব্যর্থ তুমি কি হয়েছে
ফিরেই আসা যায়।
সাফল্য তো বসেই আছে
তোমার অপেক্ষায়।
-------বাগনান----31.07.17