[9/7/2018, 6:31 PM] Sudip Sinha: চলো কোথাও
    সুদীপ
চলো কোথাও বেড়িয়ে আসি,
কাছে না হয় দূরে।
মুক্ত আকাশ,মুক্ত বায়ু,
জল নুপুরের সুরে।
আকাশ যেথায় সঙ্গী হবে,
বাতাস হবে দোসর।
বাঁশের পাতায় গান শোনাবে,
জমবে সুরের বাসর।
পাখির দেশে হারিয়ে যাবো,
পাতায় ,ফুলে -ফলে।
কুঁড়ির সাথে তোমায় পাবো,
বন বীথিকার দলে।
রাখালিয়া বাঁশির সুরে,
হারিয়ে যাবো মাঠে।
দেখতে পেলে ,ডেকো আমায়,
তোমার কুটির বাটে।
হারিয়ে যাবো,হারিয়ে গিয়ে ,পাবো আবার তোমায়,
অমন মধুর শুভক্ষণে কে আমারে থামায়।
মেছেদা।।07/09/18
[