ছড়ার হাট
   ।। সুদীপ সিনহা।।
1)
নাচছে আমার খোকা,
ফুলের বনে ওই,
ময়ূর রে নাচ দেখা,
তা থৈ তা থৈ থৈ।
2)
নামুক ঘুমের রাশি,
খোকার দু চোখ ছেয়ে।
ঘুম পাড়ানি, মাসি পিসি,
এসো না গান গেয়ে।
3)
এক যে আছে শেয়াল ভাই,
বড্ড সে সেয়ানা।
লেজ ঢুকিয়ে গর্তে তে তাই,
ধরছে কাঁকড়া খানা।
4)
পুঁটি মাছে গান ধরেছে,
রুই ধরেছে তান।
বোয়াল তবলা বোল করেছে,
জুড়ায় শুনে প্রাণ।