দুঃখ
সুদীপ সিনহা
দুঃখ কেনে কেউ
দুঃখ চাখে কেউ।
দুঃখ জিনে কেউ
দুঃখ মাখে কেউ।
দুঃখ শোকে কেউ
দুঃখ রোখে কেউ।
দুঃখ বুকে কেউ,
দুঃখ ভুকে কেউ।
দুঃখ কারো ঢেউ
দুঃখে সুখে কেউ।
দুঃখ বিলায় কেউ
দুঃখ মিলায় কেউ।
দুঃখ বাঁধলো ঘর
দুঃখ গড়লো দেশ।
দুঃখ জীবন ভর
দুঃখে সবই শেষ।
দুঃখ গড়ল জাতি
দুঃখে জাতির পিতা।
দুঃখ আনলো গীতি
দুঃখ সাজায় চিতা।
দুঃখ রইলো প্রাণে
দুঃখ কবির গানে।
দুঃখ কিসের টানে
বললো না কে জানে।
দুঃখ জন্ম ক্ষনে
দুঃখ মৃত্যু বানে।
দুঃখে বেড়ে ওঠার
দুঃখ জোয়ার ভাঁটার।
দুঃখ খরার জ্বালায়
দুঃখ বৃষ্টি ঢালায়।
দুঃখ পড়াশোনায়
দুঃখ জীবন বোনায়।
দুঃখ কিশোর প্রেমে
দুঃখী হঠাৎ থেমে।
দুঃখ তরুণ খুনে
দুঃখ নগদে ঋণে।
দুঃখ প্রণয় ডোরে
দুঃখ বিয়ের জোড়ে।
দুঃখ অচেনা সুখে
অভিমানে খুব রুখে।
দুঃখ অসুখে ঘামে
দুঃখে কান্না নামে।
দুঃখ বাঁধনে ভাঙায়,
দুঃখ জলেতে ডাঙায়।
দুঃখে কাঙাল ও ধনী
বিজয়া ও আগমনী।
গল্প ও কবিতায়,
কোনখানে নেই হায়।
দুঃখ সকল ক্ষনেতে
দুঃখ সকল মনেতে।
দুঃখ একটা চশমা
দুঃখ একটা ভ্রম,
দুঃখে দুঃখে থাকলে
ভীষণ সময় কম।
সময়ের গতি অস্থির
দুখে শুধু নাই সুখ।
জগৎ পিতার মন্দির
মিটাও সকল ভুখ।30.07.17
--------মুকুন্দপুর----///--