এসো হে বৈশাখ
    সুদীপ সিনহা
এসো বৈশাখ, প্রাণের পর,
তাপিত হৃদয়,অশ্রুময়।
কালবোশেখীর উঠুক ঝড়,
ঝেঁটিয়ে দে পাপ,হোক প্রলয়।


আগুন মনের স্তব্ধ রূপ,
বদ্ধ জমাট,অন্ধকার।
বোঝাও মনের, বদ্ধ কূপ,
অজ্ঞানতার মেঘ পাহাড়।


ধুলোর পাহাড়,বদ্ধ স্বাস,
স্বার্থপরের বন্ধ ঘর ।
মিটিয়ে দে আজ,সব হুতাশ,
আয়রে আজকে প্রলয় ঝড়।


আয়রে বোশেখ ,আয় ধেয়ে,
জীর্ণ ,পুরাতন -হটুক।
নতুন বর্ষ,আয় নেয়ে,
পবিত্রতার ,ঝড় উঠুক।


পবিত্র মন ,সংগ্রামে,
ঝাঁপিয়ে পড়ব হাঁপিয়ে নয়।
নতুন কাজের উদ্যমে,
মিটিয়ে ফেলব ,সকল ক্ষয়।
নিমতউড়ি।।12/04/19