এত হাসি কোথায় পেলে
    এত হাসি কোথায় পেলে
    সুদীপ সিনহা
এত হাসি কোথায় পেলে,
মূর্ছনাতে কলকলানি।
লালচে গালে ,টোলটি তুলে,
মিষ্টি সুরের খলখলানি।
মুক্তো তোমার ওষ্ঠ জুড়ে,
অধর তোমার মনভুলানি,
এত হাসি কোথায় পেলে,মূর্ছনাতে কলকলানি।
বুলবুলি ওই তোমার খোঁপায়,
পলাশ লালে সাজলে রানী।
ওরূপ দেখে ,তোমার পায়ে,রাখি আমার হৃদয় খানি।


পটে আঁকা চিত্র যেন,
তনু ,অধর,রূপলাবনী।
আমার পানে তাকাও কেন,
প্রেমের দেবী,সে তো জানি।
অঙ্গ তোমার ,রঙ্গ করে,
নয়ন মারে বিজলি হানি।
তোমার অমন চলন দেখে,
হৃদয় মৎস ,বিনা পানি।
প্রেম দিয়ে আজ রাখি ঢেকে,
অমন গভীর ওই চাহনি।
হেসে বলো ভালোবাসি,
হব প্রেমের অশ্রুখানি।