গর্জে ওঠো
    সুদীপ সিনহা


গর্জে ওঠো তুর্য্য বীণার
বজ্র কঠিন ঝংকারে।
গর্জে ওঠো আলোক লীনার,
গুরু গম্ভীর ওঙ্কারে ।
        গর্জে ওঠো বাঁচার জন্য,
        গর্জে ওঠো শঙ্কিতা।
         গর্জে ওঠো সবুজ বন্য,
        প্রানের আভায় অঙ্কিতা।
গর্জে ওঠো আধমরা সব,
ভীরু অকর্মণ্যরা।
গর্জে ওঠো জীবন্ত শব,
গর্জে ওঠো বন্ধুরা।
          গর্জে ওঠো চঞ্চলা সব,
          গর্জে ওঠো সংগীতে।
          কণ্যেরে আজ ,হোক কলরব,
          নির্ভয়ে নাচ, ভঙ্গিতে।
দুকূল জুড়ে,আসুক প্লাবন,
মুকুল আসুক,গাছ জুড়ে।
আসুক তুফান,আসুক শ্রাবন,
হিম্মতে চল,মেঘ ফুঁড়ে।
        এই ধরণীর সকল দ্বিধা,
         সকল বাধা বঞ্চনা।
        মিটিয়ে নে আজ সকল ক্ষুধা,
        মুছিয়ে দে সব লাঞ্ছনা।
ছুটবি তোরা,হাসবি তোরা,
বাঁচবি নতুন উদ্যমে।
মিটিয়ে দিবি সকল খরা,
অন্যায়ে আর কে দমে?
        প্রানের তুফান ছুটিয়ে দে আজ,
        লুটিয়ে দে প্রাণ,নওজোয়ান।
        মিটিয়ে দে সব,মিছে ভয় লাজ,
         মিথ্যে আলাপ অসম্মান।.
নিজেরে আজ চিনে নে রে,
নিজেরে কর প্রতিষ্ঠা।
অন্যায় কাঁপে তোরই ভারে,
গর্জে ওঠ রে,বলিষ্ষ্ঠা ।
              খঞ্চি 24/07/18