হারিয়ে যাওয়া
      সুদীপ সিনহা।
এলোমেলো পথ বেয়ে, ভাবনারা চল,
মেঘেরা নীলাম্বরী,ওড়াক আঁচল।
সন সন যাওয়া যাক,উড়িয়ে দূরে,
এপথ ওপথ বেঁকে,সুদূরে ঘুরে।


তারাদের ঝিকিমিকি, মালাতে ধরে,
চলনা আজকে মন,খুব উপরে।
চলনা আজকে দেখি,চাঁদের ঘরে,
চাঁদবুড়ি,একা একা,চরকা ধরে।


মেঘেদের পানসিতে,চড়ি দেখি আয়,
সর সর,তর তর,কেমনে সে যায়।
ওই দেখ সূর্য্য, ওই গ্রহরা,
ওই ছায়াপথ দেখ, মায়ায় ভরা।


ওই দেখ, উল্কা,ধূমকেতু ওই,
ঠিক যেন,আঁধারেতে,জ্বলিছে হাউই।
মায়ায় মায়ায় ভরা,জ্যোৎস্নালোকে,
এসোনা হারিয়ে যাই, এক পলকে।
রাধামনি।।19/02/20