হাতের মুঠোয়
    সুদীপ সিনহা
হাতের মুঠোয় এই দুনিয়া,
খুঁজলে পাবে সব কুছ।
তিমির ডাক বা হুক্কা হুয়া,
বলো তোমার,কেয়া পুছ?


গাড়ি ,বাড়ি,কেনাকাটা,
ভ্রমন,ঘুমোন, এইতেই।
বিউলির ডাল, পোস্ত বাটা,
একটি বাটন চাপলেই।


সঙ্গী পাবেন,ভঙ্গি পাবেন,
চুলের কাট কি,মেকআপ।
ম্যাসেজ কিংবা হামি খাবেন,
হোল বডিটার চেকআপ।


খেলতে চাইলে মাঠও পাবেন,
নাইতে চাইলে ঘাটটি।
উপর বা নিচ ,কোথায় যাবেন,
বানাতে চান ,খাটটি?


খাট বানিয়ে শোবার প্রসেস,
যোগের আসন ,বসা।
গল্পের বই পড়বে মিসেস?
সবই পাবেন খাসা।


ইন্টারনেট আছে আছে তো ভাই,
সিগন্যাল চাই পোক্ত।
তাহলে আর প্রবলেম নাই,
ভিডিও বাফার মুক্ত।


গড়তে পার, ভাঙতে পার,
চয়েস তোমার সামনে।
চাইবে যেমন,সবই তোমার,
দেখে শুনে দম নে।
নিমতউড়ি।।19/03/19