হচ্ছে ছোট
                  সুদীপ সিনহা
হচ্ছে ছোট ,পৃথিবীটা তাড়াতাড়ি
হাতের মুঠোয় ,যা কিছু দরকারি।
ছোটও হচ্ছে ,পরিবার সরাসরি
ছোট হচ্ছে, মানবিকতার সিঁড়ি।
ছোট হচ্ছে ,পোশাক আশাক ,কথা
ছোট হচ্ছে ,কথা না রাখার ব্যাথা।
ছোট হচ্ছে ,মা বাবাদের দাবি,
ছোট হচ্ছে, মানবিকতার কবি।
ছোট হচ্ছে ,সম্পর্কের বেড়া,
ছোট হচ্ছে, অভিমান অনুভুতি।
ছোট হচ্ছে, পয়সার সাথে সাথে,
দায়িত্ব আর ,কর্তব্যের গতি।
ছোট হচ্ছে ,আমার ভাবনাগুলো,
ছোট হয়েই, ভালোবাসায় ধুলো।
ছোট কেবল ছোট হয়েই থাকা
ক্রমেই ছোট ভার্চুয়াল এর চাকা