যবে জাগে প্রেম
   সুদীপ সিনহা
যবে জাগে প্রেম ,বুকের ভেতর থেকে,
চোখের কোনেতে স্বপ্নেরা,করে খেলা।
প্রেমের সাগরে উঠে কোনো দেব,
রূপের সুধায়,আপ্লুত সারাবেলা।


সাগর কিনারে,ভালোবাসা বেঁচে থাকে,
মাথার ওপর,সুনীল আকাশ জুড়ে।
ঘন নীল মেঘ,সাগরেতে ছবি আঁকে,
নীল কামনায়,তোমার,শরীর মুড়ে।


আলিঙ্গনের আগুনটি নিতে থাকো,
উষ্ণ আবেশ,বেশ ভালো লাগে ছোঁয়া।
আকাশের মতো,জলে চুম্বন আঁকো,
কুয়াশা শরীরে,গোপনে বাড়ছে ধোঁয়া।


প্রেম শেষ হয়,আরো কিছুদিন বাদে,
মিথ্যে আবেশ ভেঙে হয়, চুরমার।
প্রেমের দেবতা,মিছে মরে অপবাদে,
বেইমান হয়,সব পুরুষের উপহার।


পালাও,একাকী,ঝাউবন বা হোটেল কামরা ফেলে,
দূরপাল্লার,ট্রেন বাস ধরে একা।
যেথা পিচ্ছিল,কন্ডোম বা ভিডিও ফেলেনি গিলে,
মুক্তির নীল,এখনো, যাচ্ছে দেখা।


নরম তোমার শরীর জুড়ে তখন,
হিমালয় আর আন্দিজ জোড়া ক্ষোভ।
নীড় ভাঙা কোন,কপোতের দুখে ও মন,
দূর বাসে চড়ে,বোঝে কি প্রেমের কি লোভ।
সোলাট।।09/03/19