কবিতা
সুদীপ সিনহা
কবিতা কোথায় হারিয়ে যাচ্ছো তুমি?
কোন অতলের রহস্য সন্ধানী।
কবিতা তোমার অন্তর মরুভুমি,
তাই কোনো কাজে লাগেনা তোমার বাণী।
কবিতা তোমার রূপ ,রস ,ভালোবাসা।
আজকে জাগায় কোন সে মদির নেশা?
কবিতা তোমার ভালবাসা কোথা আজ?
হারালো কোথায়,শরম, ধরম লাজ।
কোথায় সে তব, সরল চাহনী খানি,
নাই যেথা দ্বেষ,অস্থির কোনো গ্লানি।
সরল শিশুর হাসিখানি আজ কোথা?
লালসা ,কামনা,করেছে হৃদয় ধাঁধা।
চাহনিতে আজ কুটিলতা কারুকাজ।
শোনো হে কবিতা স্তব্ধ রবে কি আজ।
যৌন যাতনে ,লোফালুফি করে যারা।
কালের তাড়নে হারাবে কোথায় তারা।
পড়ে রবে শুধু কঙ্কাল সার জরা।
সারা জীবনের কর্মে হাসবে ধরা।
প্রানের কবিতা ,নির্মল হয়ে এসো।
ভালোবাসো যদি ,সত্যি সত্যি বেসো।
মেছেদা ।23/07/18