কাঁপছি
সুদীপ সিনহা
কাঁপছি ভীষণ কাঁপছি
কাঁপার মাত্রা মাপছি।
কাঁপছি ভীষণ জ্বরে
কাঁপছি প্রথম ভোরে।


কাঁপছি দারুন শীতে
কাঁপছি রূদ্ধ গীতে।
কাঁপছি না বলা কথায়
বলে ফেলা মুখরতায়।


কাঁপছি দারুন রাগে,
কাঁপছি প্রেমের ফাগে।
কাঁপছি লজ্জা শোকে,
কাঁপছি দারুন রোখে।


কাঁপছি যে অভিমানী
তোমায় স্মরণে আনি।
কাঁপছি কান্না ভরে।
কাঁপছি জড়িয়ে ধরে।


কাঁপছি প্রথম প্রেমে,
হাতে হাত গেছে থেমে।
কাঁপছি তোমার ছোঁয়ায়
বুকের বাষ্প ধোঁয়ায়।


কাঁপছি. তন্দ্রা হারায়,
কাঁপছি .বৃষ্টি ধারায়।
কাঁপছি .উষ্ণ আঁচে
তোমার চুমুর কাছে।


কাঁপছি ,নৌকা হয়ে,
প্রেমের ,তরণী বয়ে।
কাঁপছি ,মিষ্টি মেয়ে
যখন, উঠলে গেয়ে।


কাঁপছি তোমার স্বরে
বুকটা উঠেছে ভরে।
এই পৃথিবী আবার
অন্য পৃথিবী ধরে .


কেঁপে কেঁপে ওঠা,
উপাদানগুলি ঘোরে।
কেঁপে কেঁপে ওঠা জ্ঞ্যান এ
জীবন নিয়েছি ভোরে


কেঁপে কেঁপে এই
পৃথিবীর হলো শুরু।।
কেঁপে উঠে ছিলো
প্রথম শিবের ভুরু।


কেঁপে উঠে ছিলো
অস্ত্র মায়ের হাতে।
কাঁপা ত্রিশূল টি
অসুর রক্তে মাতে।


চাই বা না চাই
কাঁপতে তোমায় হবেই।
কাঁপা কাঁপা ঠোঁটে
আমার প্রেম টি রবেই।


তাইতো কাঁপছি
তোমার স্বপ্নে মিশে।
তুমি না কাঁপলে
আমার প্রেম ই মিছে।


----///---ভোগপুর----////--24.07.17