কথা রাখা
সুদীপ সিনহা
কথা রাখার কথা ছিল তারও
রাখেনি।
ভালোবাসার কথা ছিল আরও
বাসেনি।
ফিরে আসার কথা ছিলো আবারও
আসেনি।
অনেক হাসি দেবার ছিল
হাসেনি।
কাছে থাকার কথা ছিল
থাকেনি।
বর্ষা ভেজার কথা ছিল
ভিজিনি।
বসন্তে ফুল কুড়োবো
কুড়োইনি।
শীতে আরো কাছাকাছি
জড়াইনি।
কথাগুলো সব রাখার কথা
হলনা ঠিক।
হাসপাতালের বেডের পাশে
ঘড়ির টিক।
জানলা খোলা উঁকি দিচ্ছে
ফুলের দল।
বললো আমায় কেন মিছে
চোখের জল।
আসলে তারাও বুঝেছে ঠিক
সময় নেই।
কথা গুলো এর বিদায় নেবে
না রেখেই।
তারপর সব থমকে গেলে
নিশ্চুপ রাত,
আঁধার এসে বিছানা পাশে
রাখলো হাত।
মাথায় আমার হাত বুলিয়ে
বললো শোনও।
কথা দিয়ে কেউ রাখেনা তো
কক্ষনোও।
এই যে কথা ,দুঃখ রাতের
ভীষণ ব্যাথা।
মোহ ,মায়া ,সাজিয়ে তোলা
রসিকতা।
মিথ্যে এসব ,দুঃখ কিসের,
কিসের টানে।
কেন কেবল মিথ্যে কথার
জীবন গানে।
একজন ঠিক রাখবে কথা
কথা হবে।
সেই এসে সব স্যালাইন কি ওষুধপত্র
ফেলে দেবে।
বলবে সখা হাতটি ধরো
চলো এখন।
আমায় তুমি বরণ করো
ওগো আপন।
আমি রব শেষ বিছানায়
শেষের ক্ষনে,
আমার কোনও ছলনা নেই
কোনও কোনে।
রইবো আমি তোমার সাথে
হাতটি হাতে,
তোমার সাথে আগুন খাব
ছাই টি হতে।29.07.17
------শিবরাম নগর----