কেন ভালোবাসো
    সুদীপ সিনহা
কেন ভালোবাসো কাউকে,
,যদি ভালোবাসা মানে লোভ,
বুকের ভেতর ক্ষোভ,
অচেনার বিক্ষোভ।
কেন ভালোবাসো কাউকে যদি,শুধু শুধু মেলামেশা,
শুধু শুধু কাছে আসা।
চেনা চেনা বুলি,আউড়ে যাবার ভাষা।
অলসতা দিয়ে ঠাসা।
কেন তারে ভালোবাসা।
কেন ভালোবাসা ওখানে,
যেথা,জীবনে জীবন নেই,
শুধু হাসি খেলা,শুধু ভেসে চলা,
যেথা জীবনটা আঁধারেই।
কেন বহে চলা,এদিক ওদিক,
মৃত্যুর দিকে চেয়ে,
মৃত্যুর গান গেয়ে।
দিকহারা পথে নেয়ে।
ছুঁড়ে দাও সেই ভালবাসাগুলো,
ছুঁড়ে দাও, মরা সাথী,
যে জন তোমায়,নিচুতে নামায়,
তার মুখে মারো লাথি।
এগিয়ে চলার হাতটি,ধরোনা,
এগিয়ে চলতে শেখো,
যে জন,এগিয়ে চলতে শেখায়,
তার হাতে হাত রেখো।
লক্ষ দিনের বৃথা ভালোবাসা,
কি হবে সোনার খাঁচা।
তার চেয়ে ভালো ,প্রাণ যোগে ঠাসা,
একটি দিনের বাঁচা।,


নিমতউড়ি।।02/03/19