খেলা 23.07.17
            সুদীপ সিনহা
কী করে বুঝলে, আমি আর,আমি নেই।
কি করে খুঁজলে, চোখে চোখ, রাখা নেই।
কি করে দেখলে, চোখ দুটো যেথা বাঁধা।
কি করে ভাবলে, কল্পনাতেই -ধাঁধা।


কি করে চাইলে, চাওয়া পাওয়া, যেথা ইতি।
কি করে গাইলে,  থেমে যাওয়া মধুগীতি।
কি করে বলছো, সব বলাবলি শেষে।
কি করে চলছো ,নিশ্চল উচ্ছাসে।


কি করে ভাবনা, এতো  তাড়াতাড়ি ইতি।
এই কি তোমার ,ভালো বাসবার রীতি।
যখন ইচ্ছে ,দূরে  ঠেলে দেবে মোরে।
ইচ্ছে হলেই, খেলবে প্রণয় ডোরে।


এই যদি তব ,ভালোবাসা হয় সখি।
বলতো তোমায় ,কেমনে পরাণে রাখি।
আমি তো সরল, সরল আমার ভাষা।
জটিল কিছুই ,বুঝিবারে নাই আশা।


তবু কেন সখি,এত খেলা তব চলে।
নিভে যাবে দীপ, এমন কৌতূহলে।
-----/-মুকুন্দপুর----