খোকা খুকু
     সুদীপ সিনহা
খোকা খুকু বলছি শোনো,
এদিক এসো এইখানে।
ওই যে দেখো ,সোনার রবি,
পুব গগনের মাঝখানে।
সকাল বেলায়, আবির ছড়ায়,
সারা আকাশ লাল করে।
সেই রঙেতে, ফুলের দলে,
পাপড়ি গুলো রোজ ভরে।
সারা রাতের শিশির জমে,
পাতায় পাতায় ,হীরের সাজ,
এমন সকাল যায় বিফলে,
তোমরা কেন ঘুমিয়ে আজ।
কত নতুন ফুলের বাহার,
কত গন্ধ,কতই রং।
জীবনটাকে সাজিয়ে তোলো,
সেজে ওঠো আজ বরং।
জাগলে তুমি,জাগে আকাশ,
জাগে ঝর্ণা,নদীর জল।
ডাকছে দেখো পুবের বাতাস,
জাগো খোকা খুকির দল।
গুরুজনে প্রণাম করি,
মন দিয়ে আজ করো পাঠ।
সারাদিন টা ভালো কাটাও,
ইস্কুল কি খেলার মাঠ।
শান্ত থেকো,সুশীল হয়ো,
থাকো সবার সঙ্গেতে।
ভালো শোনো, ভালো কইও,
আনন্দে আর রঙ্গেতে।
নন্দকুমার।।29/03/19