কমছে
               -সুদীপ সিনহা
কমছে সময় কমছে
বুকে ব্যথাগুলো জমছে।
কমছে সময় আজকাল
ছুটে ছুটে তাই নাজেহাল।
কমছে সময় স্পষ্ট
সম্পর্ক তাই নষ্ট।
কমছে ,সময় বলছি
পাগলের মতো চলছি।
কমছে সময় চিৎকার
আরো, কিছু ক্ষণ দরকার।
সময় কমছে যন্ত্রে।
ছুটে চলবার মন্ত্রে।
কমছে সময় জীবিকার
কম সময়েতে  বেশি রোজকার।
কমছে সময় মানবিক
নোংরামিতে চারিদিক।
কমছে সময় বাঁচবার,
ভালো পরিবেশ দরকার।
কমছে সময় আমাদের
যানবাহন কি পোশাকের।
কমছে সময় পড়াবার,
চারিদিকে চোখ বাড়াবার।
কমছে সবই কমছে
ছোটবার ব্যাথা জমছে।
বুকে জমে ওঠা কান্না
আর তো দেখতে পাননা।
দেখতে যে চাই কিছুক্ষন
সময় টা যে খুব প্রয়োজন।
ছুটছি আমরা ছুটছি
কেন যে ছুটছি জানিনা।
সবাই ছুটছে জুটছি
বুকে জমা কথা মানিনা।
কেন যে ছুটছি কতদিন
বুকে জমা হল কত ঋণ।
হিসাব নিকাশ রাখিনা।
জীবনের মানে মানিনা।
জীবন মানে তো কিছু ক্ষণ
খাওয়া ঘুম আর প্রজনন।
জীবন মানেতো রোজগার,
মোটা সোটা পুঁজি দরকার।
জীবন মানেতো শরীরে
শারীরিক সুখ ভরিয়ে।
জীবন মানে তো লুন্ঠন
কেড়ে নেওয়া তার সব ধন।
জীবন মানে কি বেশি আর
তুমি আমি মিলে সংসার।
এই জীবনের কাব্য
সময় আছেকি ভাববো।
এই আমাদের চেতনা,
টাকার জন্য বেচনা।
কমছে সময় কমুক
ব্যথাগুলো সব জমুক।
বুকের ভেতর কাব্য
ভাববো অনেক ভাববো।
তোমরা হয়োনা রুক্ষ
অনুভূতি গুলো সব সূক্ষ।
তুমি যে মানুষ পশু নয়।
মানবিকতায় পরিচয়।
তাই জীবনেতে থাক লক্ষ্য।
সংস্কৃতিতে সাক্ষ্য।
দেশ ও দশের জন্য
তুমি হয়ে থাক ধন্য।
সময়, দেখবে থামছে
ধরে আছো তুমি খামচে।
বন্ধু তুমি কি ভাবছো
বলো ,কবে পথে নামছো?
--------মিলন নগর-----
26.07