কোনও একদিন
        সুদীপ সিনহা।
তার নাম মুছে যাবেনাকো কোনো দিন,
কোনোদিন ,কোনোখানে,
জীবনের কোনও পাতা হতে।
দূর বা সম্মুখ পথে।
যদি খুঁজি,সাগরের মাঝে প্রতিদিন,
একটি শিশির কনা,
জানি ঠিক পাবো খুঁজি,
আশা হয়ে যাক,যত ক্ষীণ।
জানি যত, আঁধারের গতিপথ বেয়ে,
একা একা ,যাব চলে,
আঁধারেতে নেয়ে।
জোনাকিরা আলো মেখে,আঁধারেতে লীন।
জানি তারে ,খুঁজে পাবো,
ঠিক এক দিন।


জানি এই ভালোবাসা,
কোনোদিন পাবে কোনও গতি,
কোনোদিন সব দূর মুছে যাবে,
নাই কিছু ক্ষতি।
একদিন, কোনও একদিন,
হয়তো বা,
তোমাতেই হব আমি অবশেষে লীন।
রাধামনি।।01/07/19