নীল ধ্রুবতারা
সুদীপ সিনহা
স্বপন সম তুমি মম নাথ
সুললিত আলোধারা,
তুমি বিনে সব মিছে একাকার
তুমি নীল ধ্রুবতারা।
তুমি ছাড়া সব
বিধি গতিহীন
তোমাতেই প্রেম
বিরাম বিহীন।
তোমাতে মিশেছে
সকল কর্ম
জন্ম মৃত্যু জরা
তুমি বিনে সব মিছে একাকার
তুমি নীল ধ্রুবতারা।
তুমি আছো মোর
ষোলটি আনায়,
শিরায় শিরায়
শোণিত ধারায়।
তুমি ছাড়া প্রভু আমি অসহায়
নিঃস্ব দিশাহারা।
তুমি বিনে সব মিছে একাকার
তুমি মোর ধ্রুবতারা
তোমা কৃপা যেন
নাহি ভুলি নাথ,
সদা আসে মোর মনে,
দিও প্রভু দান
অন্তিম স্থান
তবে শুভ শ্রীচরণে,
এই অভিলাষে সদা বুক ভাসে
মনে আসে সুধাধারা।
তুমি বিনা সব মিছে একাকার