নষ্ট জীবন
   সুদীপ সিনহা
কখনো ভেবেছি ,ভীরুতায় আমি বড়,
বলতে জানিনা,একদমই জড়োসড়ো।
বোকা বোকা বলি,বোকা বোকা চাই,
কোন কথা বলে,কি বা বোঝাই।


ভয়ে ভয়ে মরি,আতকিয়ে উঠি,
বলবো কি কথা,বক্র ভ্রুকুটি।
যাই বলি যেন,ভুল হয়ে যায়,
শুকনো কন্ঠ,পালাই কোথায়!


কোচকানো ভুরু,বক্র চাহনি,
পিলে চমকায়, আহা দিদিমণি।
নই আমি নই,তোমার স্তরেতে,
তাই পড়ে থাকি,এক' ঘরেতে।


নিচু ক্লাস ,তাই নিচু চোখে চাও,
ক্ষমা ঘেন্নাতে,না দেখে তাকাও।
জানিনা এতে যে,কত সুখ পাও,
যত সুখ আছে,তোমরাই নাও।


কিন্তু বুঝিনা, জীবনে তোমার,
লক্ষ কি ভাই,ভাঙা না গড়ার?
টাকার পিছনে, আঁকা হয়ে আছো,
জীবন না টাকা,টাকাটাই বাছো।


এই যদি হয় জীবন কাহিনী,
যাও নিয়ে যাও,তোমার বাহিনী।
ও জীবন তব, বৃথা বৃথা মানি,
সমাজের কোনো,কাজেই লাগেনি।
নিজেকে নিয়েই ব্যস্ত রয়েছো,
গন্ডির মাঝে,জিয়েছো মরেছো।


ওই গন্ডির আসে পাশে যাই,
ছোঁয়াচ পেলেই,পুড়ে হই ছাই।
ধিক্কার দিই এমন জীবন,
তাকাতে জন্ম,টাকায় মরন।
ভাবেনিকো যারা,মানুষের কথা,
ভাবেনি মানুষ তাহাদের কথা।
নিমতউড়ি।।05/04/19