প্রজাপতি প্রজাপতি
          সুদীপ সিনহা
প্রজাপতি প্রজাপতি
রঙিন ও পাখামেলি,
কতদূর কোন পথে
উড়ে যাও ঝিলিমিলি।


প্রজাপতি প্রজাপতি
ফুলেদের বনে বনে
এত কি যে কথা কও
বলবে কি কানে কানে।


প্রজাপতি প্রজাপতি
ফুলেদের সাথে সই,
প্রজাপতি কও কথা
আমরাও সাথী হই।


তোমার ও রাঙা জামা
আমরাও পরে নিই,
তোমাদের মতো যদি
আমরাও পাড়ি দিই।


উড়ে যাই দূর পথে
ফুলেদের পৰ ঘুরে
মধু আনি এক ভোজ
পাখা মেলি দূরে দূরে।


চলো সখি দুই জনা
উড়ে চলি আনমনা,
দেখে কেউ চিনবেনা
ফেরা নিয়ে ভাববোনা।


উড়ে যাব আকাশে
দখিনা ও বাতাসে
ধরে নেব রামধনু
মেঘ ঝরা পাতাসে।


বাতাসের কতো সুর
কত গান দূর দূর,
শুনবো যে সবিই সে
উড়ে দূর বাতাসে।


প্রজাপতি প্রজাপতি
শুনছো কি কথা মোর
এস সখা বসো কাছে
কব কথা দিন ভোর।


প্রজাপতি রাঙা ফুল
রাঙা রেনু রাঙা হয়।
প্রজাপতি করো মোর
অন্তর শুভময়।
--////----হলদিয়া----/////---