প্রিয়তম মোর
       সুদীপ সিনহা।
ওগো আমার পরম প্রিয়তম,
অপরাধ মোর, যদি কিছু ঘটে,
নিজ গুনে ,তাহা ক্ষমো।


আপনা লইয়া,মেতেছিনু একা একা,
তুমি চলে গেছো,ফিরে দেখি নাই,
আর কি,পাব গো দেখা!


আমার সকল,জীবন যাপন মাঝে,
তুমি ছিলে,সখা,মোর হাত  দুটি ধরে,
ঊষায়, সকালে সাঁঝে।


বারে বারে,তুমি পথ দেখিয়েছো সাথী,
আজখেলায়,খেলায় ভুলে গেছি আমি হায়,
এসেছে বিদায় রাতি।


এসেছে সন্ধ্যা, রেখেছি প্রদীপ জ্বেলে,
গেঁথেছি মালিকা, আসন পেতেছি,
তুমি কবে,গেছ চলে।


ঘুমের আড়ালে,গিয়েছিনু মায়া ভরে,
ডাক দিয়ে গেছো,শুনতে পাই নি,
ফিরে গেছো,মান করে।


শূন্য ভুবন,আজ হাহাকারে হায়,
তব চলে যাওয়া পথে,পড়ে আছে দেখি,
ছিন্ন সে মালিকায়।


বুকে ধরে তারে, কেবল কাঁদিনু আজ,
প্রিয়তম মোর, ফিরে এসো তুমি,
নিয়েছি ভিখারি সাজ।
রাধামনি।।25/02/20