প্রথম যেদিন ভালোবাসা
          সুদীপ সিনহা
তোমায় যেদিন, দেখেছিলাম প্রথম
বুকের ভেতর ভীষন দুরুদুরু।
মিষ্টি মেয়ে, মিষ্টি হাসি এমন
তবু শ্রাবন, মেঘের গুরুগুরু।


তোমায় চোখে তাকিয়েছিলাম, প্রথম
কোথায় যেন হারিয়েছিলাম আমি।
তোমার মধ্যে ,ছিলো কি সেই রকম
আমি কিন্তু ,থমকে ছিলাম থামি।


প্রথম যেদিন ,তাকিয়ে তোমার পানে
ভ্যাবাচ্যাকা ,খেয়েছিলাম খুব।
সেদিন থেকে, কি হলো কে জানে,
তোমার প্রেমেই, দিয়েছিলাম ডুব।


প্রথম যেদিন ,কাছে এলে তুমি
বলতে কথা, আটকে যাচ্ছে যখন।
আমার মুখে, কথার মরুভুমি
তোমার মুখে ,হাসির ঝর্ণা তখন।


প্রথম যেদিন ,ছুঁয়েছিলাম তোমায়
হাতের পরে, হাতের ছোঁয়া লেগে।
স্বপ্নে হটাৎ, হারিয়েছিলাম গো হায়!
খুঁজে তো আর, পাইনি তোমায় জেগে।


সত্যি তুমি ছিলে, স্বপ্ন রেখা,
এসেছিলে, কিছু ক্ষণের তরে।
সেই স্মৃতিতেই ,মনের ,রত্নরেখা
সারাজীবন, আছে কেমন ভরে।


নন্দকুমার 14/12/17///