।।।প্রভাত লীনা।।।
        সুদীপ সিনহা
আকাশ ঘন নীল,
রবি মামা ঝিলমিল।
মেঘেরা করে খেলা,
রঙিন পাল মেলা।
পাখিরা কিচিমিছি,
উড়ছে কাছাকাছি।
ওই যে ফাঁকা মাঠ,
দূরের পথ ঘাট।
মাঠের বুনো ফুলে,
শিশির আছে ঝুলে।
ঘাসেরা ঝিকিমিকি,
মানিক জ্বালে নাকি।
হরেক ফুল ফোটে,
ভ্রমরা এসে জোটে।
প্রজাপতির পাখা,
নানান রঙে আঁকা।
বাতাসে ভেসে ভেসে,
যাবে কি দূর দেশে।
যেখানে ফুলদলে,
পরীরা এসে দোলে।
ফড়িং কুতুহলে,
দেখছে কে কি বলে।
কখনো দোলা লেগে,
সেও কি ওঠে জেগে।
হাওয়া তে গা দিয়ে,
ফুলেতে বসে গিয়ে।
পিঁপড়ে সারি সারি,
যাচ্ছে কার বাড়ি।
খাবারে কাড়াকাড়ি,
তাই কি তাড়াতাড়ি।
ফিঙেরা ছোঁ মেরে,
কি পোকা ,নিলো ধরে।
মাছরাঙা ও পুকুরে,
দেখে কি ঘুরে ঘুরে,
ক মাছ আছে ওরে,
খাবে যে পেট পুরে।
এদিকে হলো বেলা,
কইরে পা চালা।
স্কুলেতে যেতে যেতে,
সাঙ্গ কথা বলা।
2709/20