রং এর খেলা
।।।সুদীপ সিনহা।।।
ঢেউ খেলানো নদীর জল,
তার নিচেতে অতল তল,
গভীর থেকে সূর্য্য মামা, যেমনি দিলে উঁকি,
আকাশ জুড়ে ,হাজার রঙের ,রঙিন আঁকিবুকি।


জলের পরে, সেই রঙেরই আবির গুলাল আজ,
ঢেউ এর পরে ঢেউ এর খেলা,
লক্ষ কারুকাজ।
ঝিকিমিকি, চিকন চিকন লক্ষ হীরে ,মানিক,
সাগর সেঁচে ,রত্নরাজি উঠল নাকি খানিক।


ঝলমলিয়ে দিনের শুরু,আলোয় আলোয় মেতে,
ফুলের কলি,মেললো যে দল,অনেক আনন্দেতে।
খোকা খুকু,পাঠশালাতে চললো খুশি পাঠে,
রাখাল ছেলে, গরুর পালে,চলছে দেখো মাঠে।


পাল উঁচিয়ে তরতরিয়ে, চলছে মেছো বোট,
জাল পেতেছে তাইতো এবার,অনেক নৌকা জোট।
স্নানটি সেরে পুরুত মশাই,ফেরেন গৃহ পানে।
দিনের হাজার কাজের শুরু হলো যে এক্ষণে।
09/09/20


Like
Comment