শৈশব কৈশোর
সুদীপ সিনহা
          আর কত অবহেলা ,অপমান সইবে
      আর কত,কচিমুখ ,দুঃখকে বইবে।
    আর কত মুখ বোজা,বুকফাটা কলরব,
কোথা গেল,হাসিমুখ শৈশব।


কোথা গেল ,হৈ চৈ ,কই সব,
    কোন ফাঁকে ,চুরি গেল শৈশব।
       কোন ফাঁকে, রাস্তার দোকানে,
                শৈশব চুরি গেল ওখানে?


                কোথা গেল,ডাঙ গুলি,কাবাডি,
         ফুটপাতে একা সেঁকে চাপাটি।
     কোথা গেল শিশুদের উৎসব,
আচমকা চুরি গেছে শৈশব।


চুরি গেছে কবে যেন,কৈশোর,
      কই হাসি,কই গান,কই শোর।
           দোকান কি কারখানা সামলে,
                 দুঃখ কি আসে মুখ হামলে।


                  কোথা গেল,আবদার অভিমান,
          কোথা সব প্রার্থনা ,প্রিয় গান।
     কোথা সব আনন্দ নির্ঝর,
কবে যেন চুরি গেছে কৈশোর।


মেছেদা। 26/02/18