সময়ের ডাক
     ।।সুদীপ সিনহা।।
সময়ের ডাক ওই যায় শোনা,
শুরু হয়ে গেছে ,মোর দিন গোনা।
জানি যেতে হবে,অতি দ্রুতলয়ে,
সব ছেড়েছুড়ে, আপন আলয়ে।
সকল মায়া,প্রেমের ছায়া,
স্নেহ বন্ধন,ছেড়ে যাবে কায়া।
বারবার তবু মনে হয় কেন,
হয়নি সময়,এখনও যেন।
কিন্তু সময়,ছোটে দ্রুত লয়ে,
জীবন আমার, দ্রুত যায় ক্ষয়ে।
কি যে করি আর,কিবা নাই করি,
এই চিন্তনে, আপনায় ভরি।
সময় গড়ায়, প্রবাহের প্রায়,
বিফল জীবন,করে হায় হায়।
মৃত্যু দুরেতে সঙ্কেত করে,
জীবন পিপাসা,তবু এ অধরে।
31/11/20