সংলাপ
সুদীপ সিনহা
-হারিয়ে যাব,তোমার মাঝে,
-আমার মাঝে,কেমন করে?
-ওই যে ,যেমন ,সকাল সাঁঝে,
রৌদ্ৰ ওঠে ,বৃষ্টি ঝরে।


-বৃষ্টি ঝরে,রৌদ্র ওঠে,
এসব আবার কিসের কথা।
-মিথ্যে কথা নয়কো মোটেই,
নয়কো ,কবির মুখরতা।


-আচ্ছা বাবা,নয় কো মুখর,
সুখের এত,কি হয়েছে।
প্রাণের মধ্যে কিসের আখর,
কোন সে দখিন বায় বয়েছে।


-আমার কাব্যে,প্রতি পাতায়,
তোমারই তো স্বপ্ন মায়া।
আমার কর্মে,অলসতার,
স্পর্শে স্পর্শে তোমার ছায়া।


তোমার জন্যে হাসা, কাঁদা,
তোমার জন্যে বেঁচে থাকা।
তোমার ছন্দে জীবন বাঁধা,
তোমার ঢেউয়ে,তরী রাখা।


-ওহে কবি,কে সে আমি,
আমার জন্যে এমনতর।
-প্রানের চেয়ে অনেক দামী,
বুঝবে, নিজেই প্রশ্ন কর।


এবার তবে এসো প্রিয়ে,
হৃদয় জুড়ে থাকো।
তোমার মাঝে,যাই হারিয়ে,
-হাতটি হাতে রাখো।