স্বপ্ন ছিল
সুদীপ সিনহা
স্বপ্ন ছিল আকাশ ছুঁয়ে থাকা
স্বপ্ন ছিল সবুজে পৃথিবী ঢাকা।
স্বপ্ন ছিল অনেক দূরে পাড়ি
স্বপ্ন ছিল কাজ এর সাথে আড়ি।
স্বপ্ন ছিল তোমায় আমায় ঘিরে,
বাঁধব বাসা ইচ্ছে নদীর তীরে।
স্বপ্ন ছিল মেঘবালিকার মতো
উড়িয়ে যাবো রঙিন ফানুস যত।
সপ্ন ছিল সাম্য বাদের পথে,
সবাই আমরা থাকব যে এক সাথে।
স্বপ্ন ছিল আকাশ হবে বাড়ি
আমরা হব স্বপ্নের নর নারী।
স্বপ্ন ছিল পৃথিবীর সব মেয়ে
হাসবে খেলবে উচ্ছলতা নিয়ে।
সপ্ন ছিল এই পৃথিবীর ছেলে
হাসি খুশি আনন্দে উচ্ছলে।
স্বপ্ন ছিল দশের মধ্যে থাকি
সোনার পালক আমার মুকুটে রাখি।
স্বপ্ন ছিল সকল বীরের গাথা
তৈরী হবে দেশের নকশি কাঁথা।
স্বপ্ন ছিল রাজার মুকুট পরি
আমাদের ছেলে ইতিহাস দেবে গড়ি।
স্বপ্নগুলো আমার মধ্যে বাজে
স্বপ্নগুলো লাগবে কবে কাজে?
স্বপ্ন গুলো স্বপ্নেই ঘোরা ফেরা,
তাইতো স্বপ্ন হারিয়েই গেল ত্বরা।
স্বপ্ন গুলোর সংখ্যা ছিল অনেক,
তাই স্বপ্নেরা আস্থা পেত ক্ষণেক।
কোন স্বপ্নটি সবচে বেশী ভাল,
খুঁজতে খুঁজতে জীবন কেটেই গেল।
তাইতো স্বপ্ন মাথাতেই গেল থেকে
আমরা সবাই নিজেদের মতো বেঁকে।
স্বপ্ন গুলো ছুটছে ভীষণ খুব,
কিন্তু আমি মাটির ভেতর চুপ।
-----রাধামনী-----28.07.17