শ্রেষ্টতার বিচার
      সুদীপ সিনহা
বৃষ্টি বললো ,আমার জন্য,
এতো গাছ সারি সারি।
মাটি বললো, কক্ষনো নয়,
আমি বেশী দরকারি।


মেঘ বললো ,আমি আছি বলে,
বৃষ্টি জন্ম তোর।
শুকনো মাটিতে গাছ হতো নাকি,
আমি না করলে জোর।


বাতাস বললো ,মেঘ হতো কিসে,
আমি না ওড়ালে, জলে।
জল বললো, আমি না থাকলে,
সব যেতো নিষ্ফলে।


ধূলিকণা বলে,আমি না থাকলে,
বাষ্প ভাসতো কিসে।
ছোটো ছোটো কণা,
ফুলে মেঘ হয়,
আমার সঙ্গে মিশে।


বজ্র বললে, মেঘ আর মেঘে,
ঠোকাঠুকি করে শেষে।
ঝড় বাদলায়, বৃষ্টি ঝরাই,
আমি যে গো ,দেশে দেশে।


বিজুলীর রঙে, রোশনাই জ্বালি,
রামধনু চেয়ে দ্যাখে।
এবার বলো,সত্যিকারের,
শ্রেষ্ট বলবে কাকে?


হাতজোড় করে,সমবেত সুরে,
জানায় শ্যামল বন।
তোমরা সবাই,আছো বলে বাঁচি,
সবাই আপনজন।
16/07/20