সুখ কেন আসে
      সুদীপ সিনহা
সুখ কেন আসে,
পালায় অসুখ হয়ে।
সুখ কোন আশে,
অল্পেতে যায় ক্ষয়ে।


সুখ কেন আসে,
অচেনা অজানা রূপে।
ক্ষণিক সুবাসে,
শেষ হয় ,ছাই ধূপে।


সুখ কেন আসে,
অচেতনে, অনুভবে।
সুখ ভালোবাসে,
আবার ফুরাবে কবে।


সুখ আসে জানি,
দেহেতে,মনেতে,প্রেমে।
ক্ষুধায়,বিরহে,অভিমানী,
সুখ ,উঁচুতে বা নীচে নেমে।


দেহেতে,মনেতে ,জ্ঞানে অজ্ঞানে,
সুখের মাত্রা,মাপি।
কভু নিদ্রায়,কভু জাগরণে,
সুখে পুন্য বা পাপী।


আপনার মাঝে,সুখ পাবে খুঁজে,
খুলে দেখ নিজ জ্ঞান।
চরম প্রেমের, প্রাণ মুখ বুজে,
মুখ বুজে ভগবান।


আপন আত্ম প্রকাশ ঘটাও,
চেয়ে দেখ,ওগো সখা।
সুখের মধ্যে,স্বপ্ন রটাও,
পাবে ঠিক, তারই দেখা।
কাকগেছিয়া।।23/04/19