সুখের নীড়ে
     সুদীপ সিনহা
আবার আমি ফাগুন দিনের কবি,
বসন্ত রাগ সুখের নীড়ে এঁকে,
পলাশ ,শিমুল কৃষ্ণচূড়ার রঙে,
আবির ধুলোয়,মেঠো পথে বেঁকে।


মেঠো পথে,কলমি দোলা ফুলের,
প্রজাপতির রঙের লুকোচুরি।
ঘাসের পাতায়,বাতাস করে খেলা,
কলমি বনে,সুরের হুড়োহুড়ি।


মাঠ ছাড়িয়ে,পাশের ছোট নদী,
কুলুকুলু,শীতল হাওয়া সাথী।
একটা ছোট,ডিঙি থাকতো যদি,
দেশান্তরে,যেতাম রাতারাতি।


গাঁয়ের ছোট,ছেলেমেয়ের ভিড়ে,
নাইতে যেতাম,দুপুর বেলা তীরে।
গামছা পেতে,মাছ ধরবার বেলা,
ঢেউ এর স্রোতে,তরী আসতো ফিরে।


নদীর স্রোতে,ভেসে আসতো যদি,
একটি দুটি, শঙ্খমালার ঝাঁক,
আঁচল পেতে,কুড়োই তাদের গিয়ে,
তরী ভেড়াই,নদীর কোনো বাঁক।


এমনি করে,নাওয়া সারা হলে,
নৌকো চেপে আবারও দিই পাড়ি।
আবার আমি নিজের দেশে ফিরে,
দুমুঠো ভাত,খাবো ফিরে বাড়ি।
হলদিয়া।।17/03/20