শূন্য
সুদীপ সিনহা
শূন্য মানে ,গোল্লা তো নয়,
শূন্য কথার অনেক দাম।
বসলে শূন্য ডান দিকে হয়,
অনেক ভ্যালু, অনেক কাম।


শূন্য থেকে ,সৃষ্টি জগৎ,
শূন্য থেকে ,ব্রহ্মনাদ।
পরম প্রাপ্তি,শূন্য তে মত,
শূন্য আবার আর্তনাদ।


শূন্য থেকেই ,শুরু কথা,
আবার পূর্তি, শূন্যতে,
শূন্য জুড়ে,নীরবতা,
শূন্য জ্ঞানের পূর্ণতে।


(তাই )শূন্য মানে, নাই কো আঁধার,
নাইকো দুঃখ,নাই ক্ষতি।
শূন্য মোদের বাঁচার আধার,
শূন্য শেখায়, সদগতি।
মেছেদা।।28/05/19