তপোবন উৎসব
        সুদীপ সিনহা
তপোবন,তপোবন উৎসব,
একমুঠো জনতার কলরব।
কলাকুশলীতে ঠাসা,
মানুষের ভালোবাসা,
সবকিছু এখানেই, পাবে সব।


ঠাকুরের শ্রীচরনে,প্ৰণমিয়া একমনে,
সূচনা করেন রূপকার,
হৃতিক দেবতা সনে,অথিতির আগমনে,
আগমনী সুরে সুরকার।


হরেক চিত্রিত পটে, সম্মুখে মঙ্গল ঘটে,
নবরূপে, নব সুরে সাজি।
নানা আঁকা,নৃত্য মাখা,
নাটিকার মুগ্ধ ,রূপরাজি।


গানের ডালা,প্রশ্নমালা,
নাটিকার ছলে।
হে উজালা,প্রাণ ঢালা,
শিখি ছলে বলে।
তরুণের, তারুণ্যের,হয় যে প্রচার,
জীবন গড়ি,হৃদয় ভরি, পরম উপহার।


স্বস্তি মা,ভগিনী, ভাই সব গুণীজনা,
মানব সম্পদ আহা,কভু ভুলিবনা।
হৃদয় ভরিয়া গাই,তাদের গুনগান,
সমস্ত কলাকুশলীরে ,জানাই সম্মান।


নব পুস্তক কবিতার,চিত্র সমাহার,
প্রকাশিত মঞ্চ মাঝে,বিবিধ প্রকার।
সেরা মা,তুলসী পূজা,প্রেরণার কথা,
কীর্তনেন,শ্রবনেন,গুণমুগ্ধ শ্রোতা।


প্রণতি জানাই সবে,তপোবনে এসো,
কালজয়ী তপোবন হোক,
সবাই ভালোবেসো।
আগামীতে বর্ষারম্ভে, সুদিনের ক্ষনে,
উৎসব হোক মুখরিত, তব আগমনে।
ভোগপুর।।27/03/19