তোমাকে বলার ছিল
         সুদীপ সিনহা।
কিন্তু ব্যাপারটা হচ্ছে,
তোমার সামনে নিতান্তই ভ্যাবাচ্যাকা খাই আমি,
তাকালেই ঢোঁক গিলি।
সামনে যদি পড়ে যাই কখনো,
মৃতদেহ হয়ে যাই।
লোকারণ্যে বুনো ঝোপের ভেতর।
কোনো অনুভূতি নেই।
পাশ থেকে তুমি,ওড়না উড়িয়ে চলে যাও,
সুগন্ধের হওয়ার স্রোত,
আমাকে ভাসিয়ে নিয়ে যায়,
মনে হয়,তোমার পেছনে পেছনে,
উড়ে যাই, খড় কুটোটির মতো।
হওয়ার ঝাপটা সামলাতে পারিনা,
মনে হয়,টাল খেয়ে পড়ে যাই,
একদম সামনে তোমার।
হাত ধরে ,টেনে তোলো তুমি।
তুলে ধরো, আমি এগোতে পারিনা,
ও রূপের আগুনের কাছে।
পতঙ্গের মতো,ঝাঁপ দিতে চাই,
ও রূপের আঁচে।
পাশ দিয়ে,গাড়ি চলে যায়,
সামলে নিই নিজেকে,
দুর্ঘটনা হতে পারে,সময়ের স্রোতে।
চলে গেছো তুমি,
শুধু পথ জুড়ে,গোধূলির আলো,
মুড়েছে তোমাকে।
হলদিয়া।।28/02/20