তোমার চোখে
       সুদীপ সিনহা।
বন্ধু আমার ,সাথী আমার প্রিয়,
তোমার সাথে, যেদিন হলো দেখা,
সেদিন মম, পরম রমণীয়।
বুকের মাঝে,সোনার আখরে লেখা।


তুমি ছিলে,লাল গোলাপের সাজে,
আমি ছিলাম,পড়ন্ত বারবেলা,
দেখা হতো,ব্যাস্ত কাজের মাঝে,
আকাশ জুড়ে,মুগ্ধতারই মেলা।


কখনো তুমি,নীলাম্বরী বেশে,
কখনো বা বিষাদ গোধূলি ক্ষনে।
আমি কেবল,মুগ্ধ সামনে এসে,
আমি কেবল,প্রেমের কলতানে।


আমার দিকে,দেখলে সেদিন যেই,
অপূর্ব এক,স্বপ্ন সম লাগে।
তুমি ছাড়া,কেউ কোত্থাও নেই,
জীবন কিংবা পূর্ব জন্ম আগে।


শুধু যেন ,তোমার পানে চেয়ে,
শত তন্ত্রী, ঝংকৃত আজ সুরে।
হরিণ চোখের,কেমন তুমি মেয়ে,
আমায় ফেলে, যাও যে অনেক দূরে।


তোমার দুটি কাজল কালো চোখে,
দিলাম যে আজ,আমার সকল খানি।
পৌঁছে গেছি,প্রেমের অরূপ লোকে,
ছাড়বে না হাত,এতো আমি জানি।
হলদিয়া।।27/02/20