ভ্যালেন্টাইন
সুদীপ সিনহা


বুকের ভেতর প্রেমের মতো,
সুখের মতো,এমন কতো,
আনন্দ আর গানের সুরে,অনেক দূরে,
কি যে আসে জানিনেতো।


জানিনে তো কোথায় শুরু,শেষ বা কোথায়,
জানিনে তো,কেমন করে।
কেমন করে,অচিন পুরে, কিসের গানে,
উদাস করে,প্রেমের তরে।


কোনসে ফাগুন আগুন জ্বালা,
আজ প্রভাতে ,কাহার তরে,
কাহার তরে,চক্ষু দুটি, তাহার পরে,
তাকিয়ে থাকে তিন প্রহরে।


কাহার তরে, চক্ষু আমার ছলছলি,
বুকের ভেতর ধিকিধিকি আগুন জ্বলি।
প্রেমের তরে ,সুধার তরে,কি উচ্ছলি,
প্রাণ উঠেছে গেয়ে হঠাৎ কলকলি।


জ্বলছে আগুন ,জ্বলছে কিসে,
কোন আবেশে কাহার লাগি?
পরম প্রেমে,আপন থেমে ,দিই তাহারে,
যে আমারে আপন করে,আপন ত্যাগী।