ভালো ছেলেমেয়ে


          সুদীপ সিনহা


যে ছেলেটি পড়াশোনায়
সর্বদা হয় ফার্স্ট।
যে মেয়েটির নম্বর চাই
নিরানব্বই মাস্ট।
সেই কি হলো ভালো ছেলে
আর সকলে মিছে।


আমি বলছি হিসেব নিকেশ
অনেক বাকি আছে।
যে ছেলেটি পেছন বেঞ্চে
এক্কেবারে লাস্ট।
সেই ছেলেটিই বাপের কাজে
এক্কেবারে ফাস্ট।


যে মেয়েটি কৃষ্ণকলি
সবাই বলে বোকা।
সেই মেয়েটি স্টেজ মাতালে
সবার চোখে ধোঁকা।
যে মেয়েটি ভীষণ গরীব
পড়াশোনাও কম।
সেইটো দেখি বাপের কলজে,
খাটছে সে হরদম।


যে ছেলেটি বখাটে বলে
ক্লাসে খুব বদনাম।
সেই তো দেখি পথে ম্যামের
রাখছে যে সম্মান।
বখাটে ছেলেটি নাই বা হলো
পড়ায় ভীষণ দামী।
খেলাধুলাতেই সেলিব্রিটি
প্রমান দিচ্ছি আমি।


মেয়েটি সে নাইবা হলো
লেখাপড়ায় চোস্ত
দেশজোড়া তার সুনাম হবে
বীরাঙ্গনায় মস্ত।
তাইতো বলি লেখাপড়া নয়
মানবিকতায় মাপো।
বুকের ভেতর দয়া দিয়ে নয়
ভালোবাসা দিয়ে ঢাকো।
------হলদিয়া----25.07