ভালোবাসি
সুদীপ সিনহা
ভালোবাসি আমি,আরো ভালোবেসে বলি,
ভালোবেসে যাই, ভালোবেসে যেন চলি।
ভালোবেসে যাবো,যতই আসুক বান,
রোদে পুড়ে যাই, অবসাদে হই ম্লান।
ভালোবেসে যাই, অপমানে অনাদরে,
ভালোবেসে যাবো,একেলা,বিজনে ঘরে।
ভালোবেসে যাবো,যদি হাত দুটো ধরো,
হৃদয়ে তুফান,অধররেতে থরো থরো।
দুটি আঁখিপানে,দুজনে দুজনা দেখি,
পরম রতন,প্রেম ধনে,বুক ঢাকি।
ভালোবেসে যাবো,আরো আরো নিবিড়তা,
অধরে অধর,বন্ধ হবে গো কথা।
তুমি আর আমি,এক হয়ে যাব মিশে,
শুধু তুমিময়,তোমা হেরি,দশ দিশে।
জগত সংসার,হয়ে যাক বৃথা সব,
বৃথা সংসার, জগতের কলরব।
তোমারই কোমল,ওই দুটি আঁখি,
নিয়েছে যে আজ সব কিছু ঢাকি।
পেয়েছি তোমায় ,হৃদয়ের বাতায়নে,
জগতে যা কিছু,তুমি শুধু তোমা জানে।
নিমতউড়ি।।01/03/19